আজকে নরেদ্র মোদী তীব্র আক্রমণ সানালেন তৃণমূল কে রাজ্যের তিনটি জনসভা থেকে

আজকে  প্রধানমন্ত্রী রাজ্যে ঝটিকা সফরে প্রথমে বর্ধমান ,পরে কল্যাণী এবং সর্বশেষে বারাসাতে তিনটি জন সভা  করেন ।তিনটি জনসভা থেকেই তিনি বলেন এইবার বাংলাতে আসবে আসল পরিবর্তন অর্থাৎ তৃণমূলের কুশাষন  থেকে  মানুষ মুক্তি পাবে । চতুর্থ দফার ভোটে  শীতলকুঁচিতে  ৫ জনের মৃত্যু নিয়ে তিনি বলেন ,তৃণমূল সরকার মানুষ কে রক্ষা করতে ব্যর্থ ,মমতার প্ররোচনা তেই মানুষ হামলা চালিয়েছিল  কেন্দ্রীয় বাহিনীর উপরে ।