শীতলকুচির গুলি কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী ।আজকে ধূপগুড়ির সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা কে চ্যালেঞ্জ করে বলেন আমি পদত্যাগ পত্র পকেটে নিয়েই ঘুরছি ।যদি মানুষ চায় অবশ্যই পদত্যাগ করবো ।শীতলকুচি কান্ডের জন্য মমতা কেই দুষলেন শাহ ।তিনি বলেন দিদির উস্কানি তেই এই কান্ড ঘটলো ,ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই শীতলকুচিতে নিহত আনন্দ বর্মণের জন্য দিদি এক ফোঁটা চোখের জল ফেলেনি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...