মমতা তীব্র আক্রমণ করলেন কুচ বিহারের এসপিকে শীতলকুঁচির ব্যাপারে

আজকে নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিমের জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা ব্যানার্জি জানান তিনি নবদ্বীপ  এবং কালনার মধ্যে যাতায়াত সুগম করতে ১২০০ কোটি টাকার ব্রিজ বানানোর ব্যবস্থা করছেন । ব্রিজ তৈরি  হলে ১৫-২০ মিনিটের মধ্যে দুটি স্থান যুক্ত হবে । এই ছাড়াও নদীয়া তে তৈরি  হবে আইটি সেক্টর ,পলিটেকনিক কলেজ ।শীতল কুচি সম্পর্কে  বলতে গিয়ে তিনি বলেন কোচ বিহারের এসপির বিরুদ্ধে তদন্ত করার হুঁশিয়ারি দিলেন তিনি ।