আজকে নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিমের জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা ব্যানার্জি জানান তিনি নবদ্বীপ এবং কালনার মধ্যে যাতায়াত সুগম করতে ১২০০ কোটি টাকার ব্রিজ বানানোর ব্যবস্থা করছেন । ব্রিজ তৈরি হলে ১৫-২০ মিনিটের মধ্যে দুটি স্থান যুক্ত হবে । এই ছাড়াও নদীয়া তে তৈরি হবে আইটি সেক্টর ,পলিটেকনিক কলেজ ।শীতল কুচি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন কোচ বিহারের এসপির বিরুদ্ধে তদন্ত করার হুঁশিয়ারি দিলেন তিনি ।