Homeনির্বাচনী সংবাদমমতা নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে আজকে অবস্থান করবেন গান্ধীমূর্তির পাদদেশে
মমতা নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে আজকে অবস্থান করবেন গান্ধীমূর্তির পাদদেশে
রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা যত দ্রুত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে তত দ্রুত অমিল হচ্ছে করোনার ভ্যাকসিন ।রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল গুলি ঘুরে দেখা যাচ্ছে , ভ্যাকসিন প্রত্যাশীরা বসে আসবেন কবে করোনার ভ্যাকসিন মিলবে তার জন্য ।সাংবাদিকরা সল্টলেকের আমরি হাসপাতালে ঢুকতে গিয়ে দেখেন ১০ /০৪/২০২১ থেকে করোনার কোনো ভ্যাকসিন নেই ,যতক্ষণ না নোটিশ পাওয়া যাচ্ছে ততক্ষন অব্দি ।
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...