বিশেষজ্ঞ দের দাবি করোনা বিধি না মানার জন্য প্রচুর লোক রাজ্যে করোনা আক্রান্ত হতে পারে

গত রবিবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪৩৯৮ পৌঁছানের পরে  তা  গতবারের সর্বোচ্চ আক্রান্তের  রেকর্ড ভেঙে দিয়েছে,কিন্তু গত সোমবার রাজ্যে আক্রান্ত হয় ৪৫১১ তাও  সব রেকর্ড ভেঙে দিলো ।বিষয়টি নিয়ে উদ্বিগ্ন  রাজ্য প্রশাসন ,রাজ্যে নির্বাচন  চলছে তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা ।বিশেষজ্ঞ দের  মতে  এই ভাবে করোনা নিয়ম কানুন না মেনে চললে  দৈনিক আক্রান্তের সংখ্যা ৮ হাজার পেরিয়ে যাবে ।