গতকাল রাজ্যে জনসভা থেকে প্রধানমন্ত্রী চতুর্থ দফা তে বিজেপি ১০০ আসন পেয়ে গিয়েছে বলে দাবি করলেন

গতকাল  বর্ধমান কল্যাণী  ও বারাসাতে  জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ।তিনি বলেন ৮ দফা ভোটের মধ্যে ৪ দফাতে  ১৩৫ টি আসনের মধ্যে ,বিজেপি ১০০ টি আসন পাওয়া বা সেঞ্চুরি করা প্রায় নিশ্চিত । তিনি বর্ধমানের সভা থেকে বলেন ” দিদির  রাগ  উল্টো পাল্টা কথা দিন দিন বাড়ছে ,চার দফার ভোটে  বাংলার সজাগ  জনতা  এতো চার ছয় মেরেছে  যে বিজেপির আসনের সেঞ্চুরি  সম্পূর্ণ হয়ে গিয়েছে “।