গতকাল আইপিএলের রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে ৬ উইকেটে করেন ২২১ (২০ ওভারে )। চমৎকার ব্যাটিং করেন কেএল রাহুল এবং অনামী খেলোয়াড় দীপক হুডা ৬৪।তরুণ বোলার চেতন সাকারিয়া নেন ৩১ রানে ৩ টি উইকেট । জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্দিষ্ট ওভারে ৭ উইকেট হারিয়ে করেন ২১৭ রান ।৪ রানে জয়ী হয় পাঞ্জাব ,শেষ বলে সঞ্জু স্যামসুং যে শর্টটি মেরেছিলো তা বাউন্ডারি পার হলে রাজস্থান জিততো ৪ হলে ম্যাচ ড্র হতো ,কিন্তু কপাল গুনে তিনি আউট হয়ে যান ।