চতুর্থ দফা ভোটে শীতলকুচিতে চারজন বাসিন্দা মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা বলেছিলেন ,ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা একটি রাজবংশী ছেলের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী একটিও শব্দ খরচ করলেন না ।অথচ ওই এলাকাতে মুখ্যমন্ত্রীর প্ররোচনাতে ৪ জন কে গুলি করার পরে ,চারজন মারা যান ।কেন কেন্দ্রীয় বাহিনী এই চারজন কে গুলি করে মারলো ,৮ জন কে মারা উচিত ছিল ,এই জন্য বাহিনী কে শো -কোজ করা উচিত ।