অরিন্দম ভট্টাচার্য্য যোগদান করলো পদ্য শিবিরে

গতকাল হেস্টিংসে  বিজেপির দলীয় কার্যালয়ে  মিঠুন  চক্রবর্তী ,এবং রাজ্য বিজেপির কেন্দ্রীয় সহ  পর্যবেক্ষক অমিত মালব্যের হাত থেকে পতাকা তুলে নিলেন  এটিকে  মোহনবাগানের জনপ্রিয় গোলকিপার অরিন্দম ভট্টাচার্জি । অরিন্দম যোগদানের  পরে বলেন “খেলার মাঠে  মানুষের ভালোবাসা পেয়েছি এবার মানুষের জন্য কাজ করার সুযোগ পাবো “।বিজেপির  তরফে বলা হয় “অরিন্দম যোগদান করাতে  তাদের রক্ষণ মজবুত হবে “।