শাহরুখ খান নিজেকে ঘরবন্দি করেছেন করোনা থেকে বাঁচতে

কিং খান  করোনার  আক্রমণ থেকে বাঁচতে আগাম সতর্কতা হিসাবে হোম কোয়ারেন্টাইন চলে গিয়েছে ।তার আগামী  ছবি “পাঠানের ” কয়েকজন ত্রু  মেম্বারের করোনা পসিটিভ এসেছে ।যশরাজ ফিল্মসের ব্যানারে এই  ছবিতে শাহ রুখের বিপরীতে  আছেন অভিনেত্রী  দীপিকা পাডুকোন  এবং জন আব্রাহাম ।কয়েক দফা শুটিং  করেছিলেন তিনি ,যদিও সোশ্যাল মিডিয়াতে কোয়ারেন্টাইন সংক্রান্ত কোনো কিছু পোস্ট করেননি তিনি ।

,