উত্তর প্রদেশ সরকার নির্দেশিকা জারি করলো পরিযায়ী শ্রমিকদের নিয়ে

রাজ্যে করোনার  প্রকোপ বেড়ে চলাতে  ঘরে ফিরতে চলেছে পরিযায়ী শ্রমিকেরা ,এই পরিস্থিতি তে উত্তর প্রদেশ সরকার  একটি নির্দেশিকা জারি করছে ,তাতে বলা হয়েছে উত্তর প্রদেশে ফেরা কোনো পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত হলে তাকে  ১৪ দিনের জন্য  হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে ,যাদের উপসর্গ নেই তাদের ৭ দিনের জন্য হোম কোয়ারেন্টাইন পাঠানো হবে ।পরিযায়ী শ্রমিকরা নিজেদের জেলাতে ফিরলে জেলা প্রশাসনের কাছে তাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লেখাতে  হবে ।