আজকে কমিশনের ডাকে অনুষ্ঠিত হতে চলেছে সর্বদলীয় বৈঠক

পশ্চিমবঙ্গে  ভোটের  বাকি ৪ দফা নির্বাচন নিয়ে প্রচার কি ভাবে নিয়ন্ত্রণে আনা  যায় এবং সব দল  যাতে করোনা সতর্ক বিধি মেনে চলে  সেই নিয়ে ,আজ রাজ্য নির্বাচনী আধিকারিকের ডাকে  এক সর্বদলীয় বৈঠক হতে চলেছে । গতকাল  টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চলতি “অতিমারীর মধ্যে  ৮ দফা তে ভোট করানো নিয়ে আমার দল  বিরোধিতা করছে ,করোনা বেড়ে যাওয়াতে