আবহাওয়া দফতরের সচিব বর্ষা নিয়ে সুখবর দিলেন

ভারতের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এই বছর স্বাবাভিক বৃষ্টিপাত হবে । জুন থেকে সেপ্টেম্বর এই চার মাস ব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রাজীবন জানিয়েছেন চলতি বছরে স্বাবাভিকের ৯৮% অব্দি বৃষ্টি হতে পারে ।