শুক্রবার সিআইডির কাছ থেকে শীতলকুচি কাণ্ডে গুলি চালনার ব্যাপারে তদন্তের গতি প্রকৃতি কতদূর এগোলো সেই ব্যাপারে ৫ মে মধ্যে কোর্ট কে জানাতে হবে বলে আদেশ দেওয়া হয় । শীতলকুচি কাণ্ডে জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে ।মাথা ভাঙা থানাতে গুলি চালানো নিয়ে দায়ের হওয়া অভিযোগ য়ের তদন্ত তা জানতে চাইলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
রাজ্য
আর অপব্যবহার করা যাবেনা কেপি স্টিকার
কলকাতা পুলিশের নিজস্ব অথবা ভাড়ার গাড়ি যাই হোক না কেন তাতে কেপি স্টিকার লাগানো থাকে ।আবার পুলিশ কর্মীরা তাদের নিজস্ব গাড়িতে কেপি স্টিকার ব্যবহার...