আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্বাচনের জনসভা ছিল হাবড়ার বানীপুরের হোমের মাঠে ।মূলত হাবড়া , অশোকনগর ও আমডাঙ্গা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে ছিল এই জনসভাটি । সকাল থেকেই হাবড়া ,অশোকনগর ,আমডাঙ্গা বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা আসছিলেন এই জনসভাতে যোগ দিতে । বিরা এলাকাতে একটি ৪০৭ গাড়িতে করে যখন কিছু সমর্থক লক্ষি পুল এলাকা পার হচ্ছিলো তখন দুর্ঘটনার কবলে পরে ,আহত হন ১৫ জন সমর্থক ।