আসানসোলের জনসভা তে মোদী

আজকে পশ্চিমবঙ্গের আসানসোলে বিজেপি প্রার্থীর সমর্থনে , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন ।তিনি
বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চোখের সামনে পর্দা দিয়ে আটকে দিয়েছেন ।কোনো উন্নয়ন তিনি দেখতে পান না । আসানসোলের জনগণের কাছে আবেদন করেন দিদির এই পর্দা সরিয়ে আপনারা আসানসোলে বিজেপি প্রার্থীকে জেতান এবং রাজ্যে ও দিল্লিতে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করুন ,সব চেয়ে দুর্ভাগ্যের কথা হলো দিদি নিজেকে সংবিধানের চেয়েও বড় ভাবেন ,যার জন্য অনেক রাজ্যবাসি আত্মীয়হারা হয়েছেন ।তিনি শীতলকুঁচিতে মৃত্যু নিয়েও রাজনীতি করেছেন ।