তৃণমূলের হয়ে জগৎদলে সভা করলেন মমতা ব্যানার্জি

গতকাল শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিলের মাঠে দুই তৃণমূল প্রার্থী ,জগৎদলের সোমনাথ শ্যাম ও নৈহাটির
প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে সভা করলেন তিনি ।ওই দুই প্রার্থী কে মুখ্যমন্ত্রীর কথা শুনে সভা মঞ্চে মাস্ক পড়তে দেখা গেলো ,মুখ্যমন্ত্রী এই দিনসভা থেকে বলেন আমরা অনেকদিন আগে কেন্দ্রের কাছে করোনা প্রতিষেধকের জন্য অনুমোদন চেয়েছিলাম ,আমরা বিনামূল্যে সবাই করোনা
ইনজেকশন দেব এই ছিল লক্ষ্য ,কিন্তু সেটাও কেন্দ্র আমাদের দেয়নি । কেন জানিনা এরা রাজনীতি ছাড়া অন্য কিছু জানেনা ,তবু আমরা আমাদের সাধ্যমত কলকাতা আসে পাশে ভ্যাকসিন দেয়ার চেষ্টা করছি ।