আজ পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে ৪৫ টি আসনে ।এই ৪৫ টি আসন ছড়িয়ে আছে ৬ টি জেলার মধ্যে ,আসন গুলি হলো পূর্ব বর্ধমান ২) উত্তর ২৪ পরগনা ৩) দার্জিলিং ৪) কালিংপং ৫) জলপাইগুড়ি ৬) নদীয়া , মোট ভোট ১১৩,৫৭,৩০০,প্রার্থী ৩২১ জন.. বুথ ১৫,৭৮৯।স্পর্শ কাতর বুথ ১০,৫৬৫ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছেন ৮৩৫.০৫ কোম্পানি ।রাজ্য পুলিশ ৩২,৬৭২।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...