করোনা সংক্রমণ বাড়তে থাকায় প্রচারের সময়সীমা পরিবর্তন করলো কমিশন

শুক্রবার কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে পরবর্তী ধাপগুলির প্রচার সারতে হবে সকাল ১০ -৭ টার
মধ্যে ,প্রচার বন্ধ হয়ে যাবে নির্বাচনের ৭২ ঘন্টা আগে । গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সর্বদলীয় বৈঠক করেন আগামী ৩ দফারভোট নিয়ে ।তৃণমূলের থেকে দাবি করা হয় করোনা পরিস্থিতি মেনে যাতে একদিনে ভোট করা হয় ,বিজেপি ও সংযুক্ত মোর্চা ,নির্বাচন কমিশনেরনিয়ম অনুযায়ী ভোট করতে রাজি ,কিন্তু করোনা বিধি যাতে ভালো ভাবে মণ হয় তাস আস্বস্থ করতে হবে কমিশন কে ।