আউশগ্রামের জনসভা থেকে অমিত শাহ যা বললেন

আজকে বর্ধমানের আউশগ্রামে নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন , সমস্ত স্মরণার্থীদের নাগরিকত্ব দেওয়া
হবে । বিজেপি ক্ষমতায় এলে এই রাজ্যে অনুপ্রবেশকারী তো দূরের কথা একটি পাখিও ঢুকতে পারবে না ।তার উপরে বলেন মেয়েদের পড়াশুনা কেজি টু পিজি বিনা পঁয়সা তে মিলবে ।এই ছাড়া রাজ্য সরকার পরিচালিত গণ পরিবহনে মেয়েদের কোনো টিকিট লাগবে না।এইছাড়াও বাংলার গরিব দের ৫ লক্ষ্য টাকা করে দেওয়া হবে প্রতিটি ঘরে ঘরে শুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে ,সমস্থ কৃষকদের একাউন্টে ঢুকবে১৮০০০ টাকা ,পশ্চিমবঙ্গের জনগণ আয়ুষ্মান প্রকল্পের সুবিধা ।