প্রাক্তন চিফ ইলেকশন কমিনার অরোরা হতে পারেন গোয়ার রাজ্যপাল

গত সোমবার চিফ ইলেকশন কমিশনের পদ থেকে অবসর নিয়েছেন সুনীল অরোরা ,সোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এইবার তাকে গোয়ার রাজ্যপাল হিসাবে নিয়ে আসতে  পারে ।তার আমলে পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে অনেক পক্ষপাতের  অভিযোগ উঠেছে  এবং বঙ্গে ৮ দফা  নির্বাচনের সিদ্ধান্ত তিনি নিয়েছেন ।বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি গোয়ার অতিরিক্ত  দায়িত্ব সামলাচ্ছেন ।অরোরা  রাজস্থান ক্যাডারের আইএএস ,তিনি বসুন্ধরা  রাজ্যে  মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজস্থানের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে কাজ করেছেন ।