করোনা আক্রান্ত হলেন বলিউডের বিখ্যাত অভিনেতা সোনু সুদ ,যিনি গত বছর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে এবং তাদের খাওয়া যাওয়া ও দেখভাল করে সারা দেশে রিয়্যাল হিরোর তকমা পেয়েছিলেন ।আজকে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে তিনি লেখেন আমার করোনা রিপোর্ট পসিটিভ ।বিধি মেনে কোয়ারেন্টাইন আছি তবে মনের দিক দিয়ে আমি সুপার পসিটিভ আপনাদের সমস্যাতে সব সময় পাশে পাবেন আমাকে ,পাঞ্জাব সরকার তাকে covid টিকাকরণ প্রকল্পের ব্র্যান্ড আম্বাসাডরের মর্যাদা দিয়েছেন ।