গোলশির জনসভা থেকে মমতা ব্যানার্জি বিজেপি নেতৃত্ব কে খোঁচা দিয়ে বলছেন ।তিনি বললেন তুমি বলছো ১০০-২০০ আসন পাবো আমি বলি কি অত কম বোলো না ।তুমি ৫০০ আসন পাবে । বিজেপি প্রচার করছে তৃণমূল সব টাকা চুরি করেছে ,তাহলে এইখানে উপস্থিত মে মা এবং বোনেদের জিজ্ঞেস করুন তারা কন্যাশ্রী ,রূপশ্রী এবং স্বাস্থ্য সাথীর টাকা পেয়েছেন কিনা ।তার পরেই তিনি বলেন তোমরা হচ্ছ চোরেদের ঠাকুরদা আজ অব্দি নোটবন্দির হিসাব দেওনি মানুষকে। লকডাউনে কত লোকের চাকরি খেয়েছো আর দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছ এর জবাব ভোটে তোমাদের দিতে হবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...