গতকাল বিধান নগর দেখলো বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত ও মন্ত্রী সুজিত বসুর ভোট প্রচার করানোর কৌশল ।সকাল থেকেই সব্যসাচী দত্ত কে সুজিতের গড় লেক -টাউন বাঙ্গুরে চক্কর কাটতে দেখা গিয়েছে ,অপরদিকে সুজিত বসু বলেন সংযুক্ত এলাকার প্রচুর মানুষ এক হয়ে মমতার ভোট দিতেই ওরা ঘাবড়ে গিয়েছে ,এই দিন সল্টলেক বাসীরা বলেছেন যে এই ভোটে দলে দলে বহিরাগত দের সল্টলেকে ঢুকতে দেখা যায়নি । জয়ের ব্যাপারে উভয়েই আশাবাদী ।