রাম নবমীতে রামের নাকরণে হলেও এই উৎসবে সীতা ,লক্ষণ এবং হনুমানের প্রতি শ্রদ্ধা থাকে জনগণের

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : অনেক বৈষ্ণব হিন্দু এই দিনটিকে তাদের মন্দিরেই পালন করেন ,আবার কেউ  কেউ বাড়ির মধ্যেও পালন  করেন ।এটি  সূর্যবংশীয় হিন্দুদের উপাসনার একটি অঙ্গ ,বৈষ্ণব  সম্প্রদায়ের মানুষেরা চৈত্র নবরাত্রির নয়টি দিন  র্যাম কে স্মরণ করে এবং রামায়ণ পাঠ  করে সন্ধ্যাতে কিছু  মন্দিরের সাথে বিশেষ আলোচনা সভার আয়োজন করে ।অনেক জায়গায় পংতি এবং দেন ধ্যান করা হয় ।