করোনা থেকে রেহাই পেলেন এ পুলিশ কমিশনার ও !

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শিলিগুড়িতে ১৭ তারিক ভোট মেটার পরে গতকাল ওই এলাকার পুলিশ কমিশনারের আরটিপিসিআরের রিপোর্ট পসিটিভ এসেছে কমিশনার দেবেন্দ্র প্রসাদ সিংহ বর্তমানে হোম আইসোলেশনে আছেন ।পুলিশ সূত্রে খবর ,তার অবস্থা স্থিতিশীল তার
বাড়ি ও গাড়ি দফতর ,সব জায়গায় সানিটেজসন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ।প্রয়োজনে তার নিরাপত্তা রক্ষী গাড়ি চালক ,বাংলো ও দফতরের কর্মীদের পরীক্ষা করা হবে ।উল্লেখ্য প্রধানমন্ত্রীর জনসভাতে তিনি মঞ্চ ও হেলিপ্যাডের ভিড়ের মধ্যে ছিলেন সংক্রমণ সেই সূত্রে আসার সম্ভাবনা বেশি ।