গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের জন সভা গুলিতে ১৮০ টি সিটের মধ্যে অধিকাংশই বিজেপি পাবে বলে দাবি করলেন

গতকাল দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সকাল থেকে রাত  অব্দি একটুও সময় নষ্ট না করে বর্ধমানের  পূর্বস্থলী , নদিয়ার নাকাশি পাড়া ,স্বরূপ নগর ও  হাবড়া কেন্দ্রের বিজেপি প্রার্থীদের  হয়ে প্রচারে এসেছিলেন । গত ৫ দফাতে মানুষ তার মন স্থির করে ফেলেছে ,গত ৫ দফা তে ১৮০ টি আসনে যে ভোট হয়ে গিয়েছে তাতে মানুষ তার মন স্থির করে ফেলেছে ,আমরা ১২২ টি আসন পেতে পারি ।মমতা যে হেতু বড় নেত্রী  তাই  আমরা আশা করবো উনি রাজ্যপালের কাছে সুস্থ্য হয়ে হেটে ইস্তফা পত্র জমা দেবেন ।