গতকাল বিজেপির বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায় তার বিধানসভা কেন্দ্রের বাড়ি গুলিতে দোর টু দোর ক্যাম্পাইন চালাচ্ছিলেন সহকর্মীদের সঙ্গে নিয়ে । একটি ফ্ল্যাটে তিনি একটি বাসিন্দার আবাসনে তার ফ্ল্যাট খোলার জন্য ডোরবেল দিলে সেই বাসিন্দা বলেন এই করোনা পরিস্থিতে আপনার উচিত ছিল আবাসিকদের কাছে পৌঁছে যাওয়ার আগে কেয়ার টেকারের কাছে অনুমতি নেওয়ার ।এটি অতন্ত্য বেদনা দায়ক ব্যাপার কোনো প্রার্থী করোনা ব্যাপারটিকে ভোটের প্রচারে গিয়ে সিরিয়াসলি নিচ্ছেন না ।