রবিবার সকাল ৬ টা নাগাদ কসবা থানার রাসবেহারী কনেক্টরে মোটরবাইক চালাতে গিয়ে আহত হলেন সন্দ্বীপ দেওয়ানজী (২৩)।পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দিন সকালে তিনি যখন বাইক চালিয়ে আসছিলেন তখন একটি ট্যাক্সি পিছনে ধাক্কা মারে ।তাকে বাইপাসের ধরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ,ঘটনার তদন্ত করছে পুলিশ ।