পঞ্চম দফাতে ভোটের হার প্রায় ৮৩% ছুঁয়ে ফেললো

গত শনিবার পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়ে গেলো ৮ দফা ভোটের  পঞ্চম দফার  ৪৫ টি আসনে  ভোট । তার মধ্যে উল্লেখযোগ্য হলো উত্তর ২৪ পরগনা জেলার  আসন গুলিতে ভোটের  % হয়েছে ৮০.৫৬%,পূর্ব বর্ধমানে পড়েছে ৮৬.৪% ভোট , নদীয়াতে পড়েছে ৮৪.৩৫% ভোট ,জলপাইগুড়িতে পড়েছে ৮৪.৮৫% ভোট ,দার্জিলিংয়ে পড়েছে ৭৭.৯৮%,কালিমপং  জেলাতে পড়েছে ৭২.৫৭% ভোট সার্বিক ভোটের  সংখ্যা হলো ৮২.৪৯%।