বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় আজকে জানান যে আগামী ২৩ সে এপ্রিল রাজ্যে প্রধানমন্ত্রীর
চারটি জনসভা আছে ।তবে রাজ্য বিজেপি দুটি জনসভা কে কলকাতা এবং বোলপুরের দুটি জনসভা কে পুরোপুরি জীবাণুমুক্ত করে এবংদর্শকদের সামাজিক দূরত্ব বিধি মেনে বসানো হবে ।সভা স্থলে প্রবেশের ব্যাপারও নিয়ন্ত্রণ করা হবে ,বঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ তে যেই ভাবে মানুষ আক্রান্ত হচ্ছে সেই কথা ভেবে এই সিদ্ধান্ত । ওপর দুটি সভা সম্মন্ধে কিছু জানা যায়নি ।