আগামী বৃহস্পতিবার ৪৩ টি আসনে ষষ্ট দফার ভোটে প্রচার শেষ হলো

করোনার প্রবল ঝড়ের মধ্যেই আগামী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ট দফার ভোট ।আজকে শেষ হলো তার প্রচার । তৃণমূলের তরফে কমিশনের কাছে শেষ দুই দফার ভোট এক সঙ্গে করে নেওয়ার আবেদন জানানো হয় ।কিন্তু কমিশন তিন দফা ভোটের জন্যই আগ্রহী ।আগামী ষষ্ঠ দফাতে ৪৩ টি আসনের চারটি জেলাতে ভোট সম্পন্ন হবে ২২ সে এপ্রিল ।