করোনার প্রবল ঝড়ের মধ্যেই আগামী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ট দফার ভোট ।আজকে শেষ হলো তার প্রচার । তৃণমূলের তরফে কমিশনের কাছে শেষ দুই দফার ভোট এক সঙ্গে করে নেওয়ার আবেদন জানানো হয় ।কিন্তু কমিশন তিন দফা ভোটের জন্যই আগ্রহী ।আগামী ষষ্ঠ দফাতে ৪৩ টি আসনের চারটি জেলাতে ভোট সম্পন্ন হবে ২২ সে এপ্রিল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...