সময় মত হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ করার জন্য দিল্লী পুলিশ চালু করলো গ্রিন করিডোর ব্যবস্থা , করোনা আক্রান্ত ব্যক্তিদের হাসপাতাল গুলিতে যাতে অক্সিজেন বহনকারী গাড়ি চালকেরা সহজেই অক্সিজেন পৌঁছে দিতে পারে সেই জন্যএই ব্যবস্থা চালু হলো ,দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার জানান ,আমাদের কাছে খবর আসে পশ্চিম বিহারের বালাজি হাসপাতালে ২৩৫ জন করোনা রোগী রয়েছেন যাদের অক্সিজেনের প্রয়োজন ,আর দুটি অক্সিজেন ভর্তি ট্যাঙ্কার করোনা বিধির সতর্কতা তে আটকে পড়েছে গ্রেটার ও ফরিদাবাদ এলাকাতে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...