মেষ – উচ্চশিক্ষা ও গবেষণা তে সাফল্য
বৃষ -বাড়তি বিনিয়োগ না করাই উচিত
মিথুন -উপস্থিত বুদ্ধির জোরে কার্যউদ্ধার
কর্কট -প্রজ্ঞাবান ব্যক্তির সান্নিধ্যে মানসিক শান্তি
সিংহ -উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ হাতছাড়া না করাই উচিত
কন্যা -বাঁকা পথে উপার্জনের রাস্তা এড়িয়ে চলুন
তুলা -পারিবারিক সমস্যার মোকাবিলা করতে হবে
বৃশ্চিক -গৃহ নির্মাণের জন্য ব্যাঙ্কের কাছে ঋণের আবেদন করতে হবে
ধনু – সংস্কারে কাজ কর্মে অশান্তি
মকর -কর্মক্ষেত্রে আকস্মিক গোলযোগ চিন্তা বাড়াবে
কুম্ভ -ছোটোখাটো অল্পবিস্তর সমস্যা ভোগাবে
মীন -অর্থ বিনিয়োগ করার আগে বিবেচনা করা উচিত