আজকে সন্ধ্যা তে বন্ধ হয়ে যাবে ব্যান্ডেল চার্চ

রাজ্যে করোনার  আক্রমণ বাড়তে  থাকায় , বান্ডেল চার্চ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে  আজ থেকে ব্যান্ডেল  চার্চের  সব গেট বন্ধ করে দেওয়া  হবে ।প্রতি গেটে নোটিশ  টানিয়ে দেওয়া  হয় । চার্চের ফাদার  ফ্রান্সিস জানান  ফের করোনার  প্রকোপ বাড়াতে  চার্চ বন্ধের সিদ্ধান্ত নেওয়া  হয়েছে ।তবে বিশেষ প্রার্থনার সময় করোনা বিধি মেনে  এবং দূরত্ব রেখে ৫০ জন হাজির থাকতে পারবেন ।