খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দক্ষিণ কলকাতার হাজরা ,কালীঘাট ,লেকগার্ডেন্স ,পোদ্দার নগর হয়ে রাশবিহারী মোর ,কেওড়াতলা শশানসর্বত্র ছড়িয়ে গিয়েছে নীলরঙের ছোট্ট একটি পোস্টার ভোটের কথা লেখা নেই সেইখানে ,লেখা আছে ধূমপান বর্জন করুন আর সেইসঙ্গেলেখা আছে ” গেরুয়া “স্বাস্থ্য ও পরিবারের জন্য মারাত্বক ক্ষতিক্ষরক ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...