করোনার কারণে বিশ্ব হিন্দু পরিষদ বাতিল করলো রামনবমীর শোভা যাত্রা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ তে সব রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের অবস্থা ও সঙ্গিন ,এমত অবস্থাতে বিশ্ব হিন্দু পরিষদএকটি প্রেস রিলিজ করে জানিয়েছেন যে করোনা অতিমারীর কারণে সংক্ষিপ্ত কড়া হচ্ছে রামনবমী উৎসব ।যাবতীয় সুরক্ষা বিধি মেনে ভক্তদেরবাড়িতেই রামনবমী পালনের আর্জি জানানো হয়েছে । আগামী ২২ সে এপ্রিল রামনবমী উপলক্ষে মহাভোগের অনুষ্ঠান বাতিল করা হয়েছে ।
হচ্ছে না বিশাল বাইক রালিও ।