রামমন্দির তহবিলের অর্থ থেকে তৈরি হবে অক্সিজেন প্ল্যান্ট অযোধ্যার হাসপাতালে

ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ তে ভয় ধরানোর মত মৃত্যুর পরিসংখ্যানে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ,গত বছর নানান দেশে ১০ হাজার টন অক্সিজেন রফতানি করেছিল ভারত তাই এখন করোনা আক্রান্তের চিকিৎসা তেঅক্সিজেনের অভাব চলছে দেশ জুড়ে । রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তাদের তহবিল থেকে ৫৫ লক্ষ্য টাকা ব্যয় করে দেশের জন্য তৈরি করবে অক্সিজেন প্লান্ট । প্লান্ট দুটি গড়া হবে অযোধ্যার দশরথ মেডিকেল কলেজে ।