আইআইটি খড়্গপুর আবিষ্কার করলো কমখরচে করোনা পরীক্ষার যন্ত্র

খড়্গপুর আইআই টির অধ্যাপক সুমন চক্রবর্তী ও বায়োসায়েন্স বিভাগের অরিন্দম মন্ডলের নেতৃত্বে দ্রুত
ও কম খরচে আবিষ্কৃত covi rap যন্ত্রটি বাজারে ছাড়ার ছাড়পত্র দিলো খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ ।খড়্গপুর আইআই টি অধিকর্তা জানান রাজ্যের করোনার দ্বিতীয় ঢেউ যখন মানুষ কে নাজেহাল করছে তখন একটি আরটিপিসিআর যন্ত্রের দাম পরে ৫০ লক্ষ্য টাকা ,সেই খানে,তার থেকে দ্রুত ও কমখরচে আমাদের covi rap পাওয়া যাবে ৫-১০ হাজার টাকার মধ্যে ।