করোনা থেকে বাঁচতে ডাককর্মীদের কাজের সময়সীমা কমানোর জন্য আবেদন করলো কর্মী সংগঠন

ডাক কর্মীদের জাতীয় সংগঠনের সেক্রেটারি জেনারেল আরএ পরাশর ডাক সচিব পিকে বিষয়ী কে চিঠি দিয়ে জানিয়েছেন করোনা পরিস্থিতিতে ডাক কর্মীদের সুরক্ষিত রাখতে ডাকঘর ও রেল ওয়ে মেন্স সার্ভিসের অফিস গুলিতে কর্মীদের হাজিরানিয়ন্ত্রণ করা হোক কমানো হোক কাজের সময় ।কারণ বহু কর্মী ইতিমধ্যেই সংক্রমণের মুখে পড়েছেন ,পশ্চিমবঙ্গে চিফ পিএমজির কাছে একই আর্জি তাদের সংগঠনের সার্কেল সেক্রেটারি জনার্দন মজুমদার ।