ডাক কর্মীদের জাতীয় সংগঠনের সেক্রেটারি জেনারেল আরএ পরাশর ডাক সচিব পিকে বিষয়ী কে চিঠি দিয়ে জানিয়েছেন করোনা পরিস্থিতিতে ডাক কর্মীদের সুরক্ষিত রাখতে ডাকঘর ও রেল ওয়ে মেন্স সার্ভিসের অফিস গুলিতে কর্মীদের হাজিরানিয়ন্ত্রণ করা হোক কমানো হোক কাজের সময় ।কারণ বহু কর্মী ইতিমধ্যেই সংক্রমণের মুখে পড়েছেন ,পশ্চিমবঙ্গে চিফ পিএমজির কাছে একই আর্জি তাদের সংগঠনের সার্কেল সেক্রেটারি জনার্দন মজুমদার ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...