মুম্বাই হেরে গেলো পাঞ্জাবের কাছে আইপিএলের লীগের লড়াইয়ে

গতকাল চেন্নাইয়ের মাঠে প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স নির্দিষ্ট ওভারে তোলেন ছয় উইকেট হারিয়ে ১৩১ রান ।তাদের
হয়ে সর্বোচ্চ রান করে রোহিত শর্মা ৬৩ এবং সূর্য যাদব ৩৩। মোহাম্মদ সামি এবং রবি বিশনই ২১ রান দিয়ে দুটি করে উকেট নেন ।জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব একাদশ ১৭.৪ ওভারে তোলেন ১৩২ রান ।কেএল রাহুল নট আউট থাকেন ৬০ এবং গেল রাহুল করেন ৪৩ নট আউট ।