গতকাল আইপিএলের দম বন্ধ করা ম্যাচে সুপার ওভারে হায়দ্রাবাদ হারলো দিল্লি ক্যাপিটালসের কাছে ।তার পরেই হায়দ্রাবাদের অধিনায়ক ওয়ার্নারের সঙ্গে তর্ক বাঁধলো বেইলিশের মনীশ পান্ডে কে ঘিরে ।মনীষ কে চেঁটে ফেলার জন্য ওয়ার্নার নাম না করেও কাঠগড়া তে দাঁড় করালেন বেইলিশ কে ।ম্যাচের শেষে তিনি বলেন বেয়ারস্টো ও কেন উইলিয়ামস কে নিয়েই থাকলেই হবে মিডল অর্ডার কে শক্তিশালী করার জন্য মনীশের মত খেলোয়াড়ের দরকার ছিল ।