করোনার ভয়ে দেশে ফিরতে চলেছেন স্মিথ এবং ওয়ার্নার জানালেন টাই

করোনার  জেরে ভারতে বন্দি হয়ে যেতে পারেন এই ভয়ে আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন  অস্ট্রেলিয়ান ক্রিকেটার  টাই , এবং জানালেন তার মত  ওয়ার্নার ও স্মিথ সহ  বাকি অস্ট্রেলিয়ান রাও  দেশে ফিরে যেতে পারেন ।পার্থে ফিরে গিয়ে তিনি হোটেলের নিভৃতবাসে  আছেন । সেইখান  থেকে তিনি বলেন ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে তাই দেশে ফেরার সিদ্ধান্ত নিলাম ,তার ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হলো রাজস্থান রয়্যালস ।