ভ্যাকসিনেশন ফেজ ৩ য়ে গ্রহীতাদের কি খরচা করতে হবে গাঁটের টাকা ??

কেদ্রীয় সরকার ঢাক ঢোল পিটিয়ে তিন কোটি স্বাস্থ্য কর্মী ,ফ্রন্টলাইন যোদ্ধা ৬০ উপরে সিনিয়র সিটিজেন
এবং কো মরবিডিটি যুক্ত ৪৫ উপরের ব্যক্তিদের টিকাকরণ করেছিলেন নিখরচায় । কিন্তু সরকার এখনো ১৮-৪৪ বছর বয়েসীদের নিখরচায়প্রতিষেধক দেওয়ার কথা ঘোষণা করেনি । রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যেইখানে সব দেশ নিখরচায় কম বয়েসীদের টিকা করণ করছে সেইখানে কেন ১৮-৪৪ বছর বয়েসীদের কেন গাঁটের পঁয়সা খরচ করতে হবে ।