কেদ্রীয় সরকার ঢাক ঢোল পিটিয়ে তিন কোটি স্বাস্থ্য কর্মী ,ফ্রন্টলাইন যোদ্ধা ৬০ উপরে সিনিয়র সিটিজেন
এবং কো মরবিডিটি যুক্ত ৪৫ উপরের ব্যক্তিদের টিকাকরণ করেছিলেন নিখরচায় । কিন্তু সরকার এখনো ১৮-৪৪ বছর বয়েসীদের নিখরচায়প্রতিষেধক দেওয়ার কথা ঘোষণা করেনি । রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যেইখানে সব দেশ নিখরচায় কম বয়েসীদের টিকা করণ করছে সেইখানে কেন ১৮-৪৪ বছর বয়েসীদের কেন গাঁটের পঁয়সা খরচ করতে হবে ।