কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল ২৮ সে এপ্রিল থেকে কো উইন পোর্টাল অথবা আরোগ্য সেতু আপ থেকে ১৮-৪৪ বছর বয়েসীদের নাম নথিভুক্ত করা শুরু হবে ।বিকেল ৪ টা থেকে শুরু হবে এই রেজিস্ট্রেশন ,কিন্তু দেখা যায় বিকেল ৪ টারসময় বিগড়ে যায় সার্ভার । তার কিছুক্ষন পরে যদিও অতিকষ্ঠে প্রথম তিন ঘন্টায় ৮০ লক্ষ্য মানুষ নাম নথিভুক্ত করেন ,কিন্তু কবে থেকে এইওষুধ পাওয়া যাবে তা ঘোষণা করা হয়নি ।পরে জানা যায় সরকার এবং বেসরকারি হাসপাতাল গুলির টিকার বন্দোবস্ত করলেই কবে থেকে টিকা মিলবে তা জানা যাবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...