নির্বাচিত কেজরিওয়াল সরকার কে পুতুল বানিয়ে দিল্লির উপরাজ্যপাল কেই দিল্লির প্রকৃত সরকার হিসাবে
ঘোষণা করা সংশোধিত আইন টি মঙ্গলবার থেকে কার্যকর কেন্দ্র ।বিরোধীরা অভিযোগ করছেন বিতর্কিত ” ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লি ,( এমেন্ডমেন্ট ) এক্ট ২০২১ দেশের সংবিধান পরিপন্থী ।নরেন্দ্র মোদী সরকার বিরোধিতা সত্ত্বেও সংসদে সংখ্যা গরিষ্ঠতার জেরে এই আইন পাশ করেছে ।তার ফলে দিল্লি পুলিশের ক্ষমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতেই চলে গেল ।