গতকাল দিল্লির মাঠে আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদ কে ৭ উইকেটে হারালো চেন্নাই ।নির্দিষ্ট ওভারে
ব্যাট করে ,সানরাইজার্স তোলেন তিন উইকেট হারিয়ে ১৭১ রান ।তাদের হয়ে সর্বাধিক রান করেন ওয়ার্নার ৫৭ এবং মনীশ ৬১। জবাবে চেন্নাই১৮.৩ ওভারে তিন উইকেট হারিয়ে তোলেন ১৭৩ রান । ফাটাফাটি ব্যাটিং করেন ঋতুরাজ গায়কোয়ার ৭৫,এবং ডুপ্লেসি ৫৬। ম্যান অফ দি ম্যাচহন ঋতুরাজ ।