করোনা সংক্রমণে বিপর্যস্থ ভারত এমন অবস্থায় মার্কিন নাগরিকদের দেশে ফেরার পরামর্শ দিলো ট্রাভেল এডভাইসরি বোর্ড ।জানা গেলো ভারতের করোনা পরিস্থিতি দেখে লেভেল ৪ ট্রাভেল এডভাইসরি জারি করেছে আমেরিকা ।সেখানকার নাগরিকদের জানানো হয়েছে ভারতের স্বাস্থ্য পরিষেবা অতন্ত্য করুন ,তাই যেই সব মার্কিন নাগরিক ভারতে আছেন তারা যেন দেশে ফেরেন এবং কোনো মার্কিন নাগরিক যেন এখন ভারতে এ যায় ।