গতকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের লীগের খেলাতে ৭ উইকেটে হারিয়ে দেন কলকাতা নাইট রাইডার্স কে ।প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স নির্দিষ্ট ওভারে ৬ উইকেটে তোলেন ৫৪ রান । সর্বোচ্চ রান করেন রাসেল নট আউট ৪৫ এবং গিল করেন ৪৩। জবাবে দিল্লি ক্যাপিটালস ১৬.৩ ওভারে ৩ উইকেটে তোলেন ১৫৬ রান ,ব্যাটে ঝড় তোলেন প্রীতিশ শ ৪১ বলে ৮২রান করেন তাকে যোগ্য সঙ্গত দেন ধবন ৪৭ বলে ৪৬ রান ।