রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছেন সকলেই নিখরচায় প্রতিষেধক পাবেন তা প্রথম ডোজ হোক বা দ্বিতীয় ডোজ ।১৮-৪৪ বয়েসী ব্যক্তিদের বিনা খরচায় টিকা দেওয়া হবে যদিও নাম নথিভুক্ত করতে হবে কোউইন পোর্টালে ,বেসরকারি হাসপাতাল গুলি সিদ্ধান্ত নিয়েছে ১ লা মে থেকে দ্বিতীয় ডোজের টিকা নিলে ২৫০ টাকা লাগবে তা যদিও কিছুদিনের জন্য ,তার পর থেকে গুনতে হবে প্রতিষেধকের দাম ।